আজ ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

বনানীতে অবরোধ সমর্থনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হামিমুর রহমান হামিম

আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকা দেশব্যাপী চলমান ৩৬ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীর বনানীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানী বিদ্যা নিকেতন থেকে শুরু করে বনানী কাঁচা বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. রিসালাত ইসলাম সজীব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি আল মামুন, ফেরদৌস মাহমুদ রুবেল, কাজী শাহ নিয়াজ রাহাদ, দিনার হোসেন ভুঁইয়া, মনেয়ার হোসেন, নসিমুল গনি মনন, মো. শরিফুল ইসলাম, লিজা ইসলাম, সাইফুল ইসলাম রাকিব, ছাত্রনেতা আল আমিন বাবলু, এ কে এম জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক রায়হান উল ইসলাম, মীর মাহমুদুল হাসান আকাশ, জিহাদ হোসাইন, মো. সজল, মো. জামাল হোসেন, সহসম্পাদক শাহরিয়ার পলিন, আারাফাত হোসেন, মনসুর আলম, প্রচার সম্পাদক জুনায়েদ সিদ্দিকী আবু বক্কর, সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, আশা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক জুলকার নাইন নাঈম, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাকিবুল ইসলাম সজীব, উত্তরা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি এমদাদ হোসাইন, ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক ওয়াদুদ রহমান শাওন, সদস্য সচিব রাকিবুল হাসান হৃদয়, ফারইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক নাইমুল হাসান ইমন, সদস্য সচিব হুমায়ন কবির হিমেল, যুগ্ম আহ্বায়ক শাকিল, প্রাইম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মো. রায়হান হোসেন, বিইউবিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব আশিক ইলাহি, ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান, ছাত্রনেতা আল আমিন খান, রনি, আরিয়ান ইসলাম জুয়েল, নাঈম হাসান, মো. আবু সুফিয়ান, জুয়েল রানা, মেহেদী হাসান, রাজিব হাসান, মেজবাহ উদ্দিন হাফিজ সহ মিছিলে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর...